কবি এলেন
আকাশের দিকে চোখ তুলে বললেন
মুক্তি দাও।
সবাই কবির জয় জয়াকার করল
রাজার রাজত্ব গেল
মন্ত্রির মন্ত্রিত্ব গেল
বসুধা সুখপূর্ণ হল
কবি সৃষ্টিপূর্ণ হলেন
এই তো গেল এক।
কবি এলেন
আকাশের দিকে চোখ তুলে বললেন
মুক্তি দাও।
সবাই কবিকে ধিক্কার জানালো বুদ্ধিদোষে
রাজা মুক্তিকে শুলে চড়ালেন
মন্ত্রি শুলে ফুলের স্তবক দিলেন
বসুধা যন্ত্রপূর্ণ হল
কবি সৃষ্টিশুন্য হলেন
এই তো গেল আরেক
মানুষ এলেন
সোজাসুজি তাকিয়ে দেখলেন কবিতা, বললেন
মুক্তি বেছে নেবো।
কিছু তার সঙ্গে এলো, বহু তাকে ভয় পেলো
রাজা শুল হাতে নিলেন
মন্ত্রি ফুল রথে চড়ালেন
সমাজ বিশ্বপূর্ণ হল
মানুষ সাহসপূর্ণ হলেন
আর তার সাথেই বিদ্রোহের সূচনা।