• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

প্রতীক

December 13, 2007 by santwana

ছবি এঁকে রেখে গেছে কোনো আধুনিক ।
কেউ বলে নীল আকাশে সূর্য অস্ত যায়
করো মতে  সূর্যোদয় নদীকিনাড়ায়
নয় নয় ঠিক, সমঝদার বলে এতো
প্রতীক বিদ্রোহের।
মন বলে এ প্রকাশ শিল্পীর প্রেমের।

চিঠি লিখে রেখে গেছে কোনো মনভোলা।
কেউ বলে প্রেম পত্র প্রেমিকার তরে
কারো মতে ষরযন্ত্র আসর্তক ঘরে ।
নয় নয় ঠিক- সমঝদার বলে
 এ প্রতীক নষ্ট সমাজের ।
মন বলে এ শুধুই আবেগ প্রেমের ।

Category: ব্লগ

About santwana

Previous Post:বৃষ্টিবিহীন বৈশাখী দিন
Next Post:ajke amar ekhane prothom din. janina kemon lagbe.

eBangla.org