আপনারা স্বপ্রণোদিত হয়ে আমার ব্লগটি পুরানো এভারগ্রিনবাংলা থেকে নতুন জায়গায় স্থানান্তর করেছেন দেখে আমি খুশি। তবে একজন ব্লগার হিসেবে এখানে আমি কন্টিনিউ করব কি করব না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্লগটিকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে চাই।
একেবারেই নিঃশর্ত কোনো ওয়েব ফোরাম হয়ত অসম্ভব, সে বিবেচনায় আপনাদের শর্তাবলি মেনে চলতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ‘ব্লগের যেকোন লেখা সম্পাদনা বা মুছে ফেলার অধিকার এভারগ্রীণবাংলা.কম-এর থাকবে।’– এই শর্তটির সাথে আমি একমত হতে পারছি না। প্রয়োজনীয় মনে হলে আপনারা কোনো নির্দিষ্ট ব্লগকে প্রথম পাতা থেকে সরিয়ে দিতে পারেন, কিন্তু মুছে দেয়াকে অনেক বেশি খবরদারি বলে মনে করি আমি। আর অনিবার্য হলে সেটাও না হয় মেনে নেয়া যায়, কিন্তু কোনো লেখা সম্পাদনা করবার এখতিয়ার আমি কারো কাছে ছাড়তে রাজি নই। আমার মনে হয় এ ধরনের শর্ত ঝুলিয়ে রাখলে ব্লগাররা এ মুখো হতে স্বস্তি পাবেন না। তাছাড়া যেখানে প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের নিজের, সেখানে সম্পাদনাটা জরুরি কেন তা আমার কাছে বোধগম্য নয়।
এ ব্যাপারে মডারেটরদের ব্যাখ্যা আশা করছি।