• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

বিবিসি জরিপ-জনদর্পণে সুখী বাংলাদেশ

September 8, 2006 by শ্রাবণ আকাশ

নিউজটি পড়ে কিছুক্ষন হাঁ হয়ে বসে ছিলাম। প্রায় ৭৪ ভাগ মানুষ নাকি বলেছেন যে তারা তাদের বর্তমান জীবন নিয়ে খুশি! অবাক করার মত ঘটনা বৈকি।

জরিপটি পরিচালনা করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট। উল্লেখযোগ্য তথ্যগুলো দেখা যাকঃ

  • বাংলাদেশীরা তাদের জীবনযাপন নিয়ে তৃপ্ত, তারা পরিবার কেন্দ্রিক, ধার্মিক এবং তাদের দেশ নিয়ে গর্বিত।
  • অধিকাংশ বাংলাদেশী বলেছেন দেশের রাজনীতিকদের ওপর তাদের কোনো আস্থা নেই।
  • ৭৪ শতাংশ বলেছেন তারা তাদের বর্তমান জীবন নিয়ে খুশি।
  • ৯৭ শতাংশ বলেছেন ধর্ম খুবই গুরুত্বপূর্ণ।
  • শতকরা ৭২ ভাগ মানুষের জন্যে পরিবারের সঙ্গে সময় কাটানো সবচেয়ে প্রিয় অবসর বিনোদন।
  • ৯৬ শতাংশ বলেছেন বাংলাদেশী হিসেবে গর্বিত।
  • ৬৯ শতাংশ ধর্মীয় অথবা অথবা অন্য কোন পরিচিতির চাইতে বাংলাদেশী হিসেবেই পরিচিত হতে চান।
  • ৪৫ শতাংশ মনে করেন বেকারত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা ৷ দ্বিতীয় বড় সমস্যা হিসেবে বিবেচিত হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে পরিবহন ব্যবস্থার কথা ৷
  • অর্ধেকের বেশি মানুষ বলেছেন তিনটি ক্ষেত্রে সরকার ভাল করেছে – শিক্ষা -৬৫ শতাংশ, নারী ও পুরুষের মধ্যে সমতা বিধান -৫৬ শতাংশ এবং পরিস্কার খাবার পানি সরবরাহ- ৫৬ শতাংশ।
  • সরকার সবচেয়ে খারাপ করেছে যেসব ক্ষেত্রে সেগুলো হল দুর্নীতি দমন- ২৯ শতাংশ, বিদ্যুত্‌ সরবরাহ – ২৮ শতাংশ, জমির মালিকানা নির্ধারণ -২৮ শতাংশ এবং রাজনৈতিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে স্থান দেওয়া – ২৩ শতাংশ।
  • পুলিশ সব বাংলাদেশীদের সমানভাবে সেবাপ্রদান করে- মাত্র ১৭ শতাংশ এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন।
  • আস্থা সবচেয়ে বেশি ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী এবং সেনাবাহিনীর ওপরে।
  • তাদের আস্থা সবচেয়ে কম পুলিশ এবং এনজিও’দের ওপর।
  • মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাংলাদেশীরা সবচেয়ে কম বিশ্বাস করে থাকেন।
  • সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্বনেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন সাদ্দাম হোসেন, তারপর মাহাথির মোহাম্মদ ও সোনিয়া গান্ধী।
Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:ট্রেন চলবে কিন্তু লাইন স্পর্শ করবে না – বাংলাদেশী বিজ্ঞানীর আবিষ্কার
Next Post:অশান্ত মন

eBangla.org