• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

বাতাসী

December 10, 2007 by santwana

তুমিকি শুনতে পাচ্ছনা,
তোমরা পাচ্ছনাকি টের
বাতাসীর দীর্ঘশ্বাস;
তার উত্তপ্ত নিঃশ্বাস
শুধুই কি ওড়াবে ছাই নিভে যাওয়া চিতার আগুনে.

তোমরা শোনোনি কেউ
সমুদ্র গর্জন !
উথাল পাথাল ঢেঊ
বুকের ভিতর
কোনোদিন মরেনি কি বৃথা আক্রশে কাল গুনে গুনে !

সন্জীবনীসুধা মাতাল লম্পটের হাতে
করেছ কি পাণ !
আকন্ঠ ডুবিয়ে রেখে পাঁকে
পেরেছ কি বাঁচাতে আত্মাকে !

আমিতো শুনেছি তবু জীবনের গান
তার সরল বিশ্বাসে, তার নিষ্পাপ নিঃশ্বাসে.
তিলে তিলে শেষ হয়ে যাওয়া প্রাণ
করেছিল দান.

তোমরা কি জান তাকে ?

Category: ব্লগ

About santwana

Previous Post:যাত্রা শুভ হোক!
Next Post:মডারেটরগণ একটু ব্যাখ্যা দেবেন কি?

eBangla.org