• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

শোকের কান্না

February 22, 2013 by obaidulhaq

Monday / abu dhabi

Date : 1/28/2013

Time : 8:28 minite

শোকের কান্না

 

জননীর  আঁচল তলে মধুচন্দ্রিমা হাসি

অন্তরের আত্মা যেথায় শ্রদ্ধাঞ্জলি করে ।

সে  আমার বাংলা ভাষা

তোমার জন্য যাদের শহীদ

তাদের  বিসর্জন আজো জেগে আছে

প্রতিটি মহৎ মনের ঘরে ঘরে ।

 তবে সে বাস্তব !

 করুণ অসহায়  জাতি ?

করুণা দিয়েই করছে তোমার সম্মানের ক্ষতি ।

ব্যস্তময় এই পৃথিবীর সকল জাতিই

আপন আপন ভাষা তার করছে বিস্তার,

দুরন্ত বিশ্বে –

তার মাঝে আমার  পরিষ্পূরণ ঢেউ ভাটা  কিস্তে ।

সত্যি বলছি আমি মিথ্যে নয়

হে আমার প্রাণের ভাষা ?

জিজ্ঞেস কর ঐ হীন মৌনতাদের

যাদের কারণে –

 বহিঃবিশ্বে তোমার ভাষার পরিচয় দিতে লজ্জা লাগে ।

এ করুণ বাণী বলি কিসে

অবহেলার নতজানুর সিংহাসন

এ ক্ষোভ আমার শুধু একার না জাগে

ঐ চেয়ে দেখ তোমায় যারা ভালবাসে

তারাও সেই শোকে কাঁদে ।

 

Category: ব্লগ

About obaidulhaq

Previous Post:আশার প্রদীপ
Next Post:প্রেস বিজ্ঞপ্তি – আমারব্লগ ডট কম

eBangla.org