Date: 2-18-2013
Monday / Abu dhabi
Time : 5:53 am
আশার প্রদীপ
স্বাধীনতা তোমার গায়ে কলঙ্ক আছে
আছে রক্ত মাখা শহীদের আভিশাপ ।
এ মাতৃভূমি স্বাধীন হয়েছে ঠিকই
কিন্তু বাস্তবতার স্বাধীন রয়েছে আজো গ্রহের আঁধারে ।
বলতে পার, কেমন আছে মুক্তি যুদ্ধারা
কেমন আছে তোমার স্বাধীন দেশ
এমন তো কোন প্রহর পাইনি
যে লাশের গন্ধহীন ঘুমিয়েছি ।
স্বাধীনতা তোমার গায়ে কলঙ্ক আছে
আছে রক্ত মাখা শহীদের আভিশাপ ।
আজ আমি বাস্তবতার কাছে এসেছি
যেখানে আমার নিরাপদ নেই, বিচার নেই,
নেই অসহায়ত্বের কোন অধিকার ।
স্বাধীনতা ?
এ মানতে হবে
জাতি তোমার কাছে অনেক ঋণী
কিন্তু জাতি কী দিয়েছে তোমার সে ঋণের দাম খানি ।
ভাষণে, ভূষণে, তোমায় কত ভালবাসি
আহা –
তবে বলতে পার
কতটা ধর্ষণের বিচার হয়েছে আজো ।
শুধু পিছুটান নিয়ে করছি বাড়াবাড়ি
আমার বাবার মহা গাড়ি, আমার স্বামীর জমিদারী
ষোল কোটি মানুষ জিম্মি হয়ে আছে
স্বাধীনতা , তোমার দেওয়া সেই শ্রদ্ধাঞ্জলিতে ।
স্বাধীনতা তোমার গায়ে কলঙ্ক আছে
আছে রক্ত মাখা শহীদের আভিশাপ ।
আশা করছি নব ধ্রুব আসছে, নব প্রজন্ম তারুণ্যে
মুছে দিবে তোমার করুণ আর্তনাদ ।