হারিকেনের আলোতে বই পড়তে মজা…- আজ রবিবার। কালও ছুটি। লং উইকএণ্ড। পড়ন্ত বিকেল। প্রায় সন্ধ্যা। আঁধার নামছে। ঘরে লাইট জ্বালানো হয়নি। কম্পিউটার টেবিলের টেবিল ল্যাম্পটা জ্বলছে শুধু। দুপুরে ভাত খেয়ে কম্পইউটারের সামনে চেয়ারে বসে ঢুলছি। হারিকেনের আলোতে বই পড়তে মজা- কানে আসতেই চমকে উঠলাম।
পাশের বিছানায় মামা বই পড়ছে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, কাত হয়ে, চিত হয়ে, হেলান দিয়ে, উপুড় হয়ে, লেপ গায়ে দিয়ে, বাথরুমে, কিচেনে, সোফায়, চেয়ারে- এমন কোন পজিশন বা স্থান নেই যে যাতে মামা বই পড়ে না। কম্পিউটারের সামনে বসে মাঝে মাঝে আঁড় চোখে দেখি।
বই পড়ার জন্য তার অনেকগুলো লাইটও আছে। কোনটায় সাদা আলো, কোনটায় লাল। সর্বশেষ লাল আলোর একটা লাইট জ্বলছিল।
মামা এখন নিউইয়র্কের একটা ফ্লাটে সমস্ত লাইট জ্বালিয়ে তার বাক্স-পেটরা খুলে হারিকেন খুঁজছে।