অনেক দিন পরে এলাম। আগে কবে এসেছিলাম, মনে পড়ছে না। তবে অনেক দিন আগে। আর এখন অনেক দিন পরে…
অনেক দিন আগে-। তখন অনেক অনেক লাল নীল বেগুনী হয়েছিলাম। আজো নীল হয়ে আছি। নীল মানে আকাশ নয়। নীল মানে তুমি জানো…
অনেকদিন পরে-। অনেক দূরে-। অনেক কষ্টে আর অভিমানে-। নীল মরুভূমি। শুধু অভিমানে অশ্রুগুলো উড়িয়ে দিয়েছি…
পাখিও উড়ে যায়। পাখির ডানায় উড়ে যায় স্বপ্ন। স্বপ্ন ছাড়াও মানুষ বাঁচে। এইযে দেখো আমিও বেঁচে আছি। বেঁচে-বেঁচে বেঁচে থাকার কথা লিখছি…