চান্দের আলো আমার রূপালি চাঁদ রে, তুই কি বন্ধুর শহরে উঠিস না…- গুনগুন করে ক্ষেতের মাঝখানে আধো কুয়াশাবন্দী…মাথার উপরে রূপালি চাদ…রূপালী জোসনা- এই রূপালি চাঁদ কখনোই বন্ধুর শহরে উঠবে না…
[ সূর্যাস্ত অনেক দেখেছি…আজ চন্দ্রাস্ত দেখতে ইচ্ছে করছে। কিন্তু হায়, ঘুম পাচ্ছে…জাগিয়ে রাখার কেউ নাই! ]