আজেবাজে খেয়ে খেয়ে গত পাঁচ মাসে কোমরটা মাত্র ২ ইঞ্চি বেড়েছে। ভাবলাম যথেষ্ট হয়েছে। আবার নিজের রান্না নিজেই শুরু করতে চাইলাম। গত সপ্তাহ থেকে শরীরের মরিচা ছাড়ানোর চেষ্টা করাও শুরু করেছি। তাতে পুরা শরীর ব্যথা হয়ে গেছে। সাধারণত প্রথম দিকের এই ব্যথাটা ৪৮ ঘন্টা থাকে। কিন্তু ৭২ ঘন্টা পার হয়ে গেলেও ব্যথা কমার কোন লক্ষণ নাই। এদিকে কাল থেকে আবার কামলা দিতে দৌড়াতে হবে। তাই ব্যথা ভরা শরীর নিয়েই বাজার করে রান্না
করতে গেলাম। ওমা রান্না করাও ভুলে গেছি। (হায় এভাবে যদি আরো অনেক কিছু ভুলে যাওয়া যেত!)
কিছুক্ষণ হা হয়ে দাঁড়িয়ে থাকলাম। মাথা পুরা খালি। কিছুতেই মনে পড়ছে না কিভাবে কী করব। মামাকে ফোন দিলাম। সে নিজে অবশ্য এসব কখনো রাঁধে নাই। তবে আমাকে আগে দেখেছে। কিছু কিছু মনে করিয়ে দিল। সেভাবে কোনরকম রান্না শেষ হলো। পুরা এক সপ্তাহের দু’বেলার ভাত, চিলি চিকেন আর পাস্তা। রান্না শেষ করে খেয়াল হলো, কোনটাতে লবন দেয়া তো দূরের কথা, সারা বাসাতেই একটু লবন নাই।