August 23, 2012 by শ্রাবণ আকাশহাত দিয়ে হাত ছুঁয়েছি চোখ রেখেছি চোখে দুঃখ কষ্ট বিলীন হলো বুক রেখে ওই বুকে পায়ে ছিল পায়ের ছোঁয়া অধর খোঁজে ঠোঁট কাঁটা হয়ে বিঁধব তবু লাগবে না তো চোট মন দিয়ে মন ছুঁয়েছি করতে চাই আপন ধর্ম ছিল না আমার তাই সব মিথ্যে স্বপন Category: ব্লগTag: মন খারাপ About শ্রাবণ আকাশ Previous Post:স্বপ্নেপ্রাপ্ত কথার এক লাইন Next Post:ও লবন তুমি কোথায়