স্বপ্নেপ্রাপ্ত অনেক ব্যাপারের কথা শুনেছি। স্বপ্নগুলোও তো স্বপ্নেপ্রাপ্ত, তাই না? 🙂
খুলেই বলি-
এই গত শুক্রবার কাজ শেষে বাসায় এসেই ঘুম দিলাম। রাত ২ টায় ঘুম ভাঙলো। ক্ষুধা লাগাছিল। কিছু খেয়ে আবার ঘুম। ভোর বেলার দিকে ঝড়-বৃষ্টির শব্দে আবার ঘুম ভাঙলো। ঠাণ্ডা লাগছে। জানালা বন্ধ করে, গায়ে একটা চাদর টেনে নিয়ে আবার ঘুম দিলাম। অফডে। উঠলাম ১২টার দিকে। অনেক হাবিজাবি স্বপ্ন দেখেছি। কিছুই মনে নেই; শুধু একটা লাইন ছাড়া- মেঘের বন্ধনে আবদ্ধ তুমি নিষিদ্ধ সঙ্গীত…
স্বপ্নে পাওয়া কথা! কিন্তু শুধু এই কথাটুকু আসতেই ঘুম ভেঙে গেলো। স্বপ্নের আর কিছু মনে নেই। তাই এই কথার মানেও বুঝতে পারছিলাম না। আবার চোখ বুজলাম, যদি ঘুম হয়, যদি স্বপ্ন দেখি, যদি আরো কিছু কথা আসে…
না এলো ঘুম, না এলো স্বপ্ন, না এলো আর কিছু…এলো শুধু প্রকৃতির ডাক!