কয়েক মাস ধরে সবাই বুঝাচ্ছে, কোনো মেয়েই নাকি আমার ভালোবাসার যোগ্য না। শালারা সব মিথ্যা সান্ত্বনা দিয়ে আসছে এতদিন ধরে। আসলে শালার ভালোবাসা কী, সেটাই জানি না। আর কাউরে ভালোবাসা তো দূরের কথা…
মেজাজ ঠাণ্ডা করতে ভাবলাম একটু দৌড়ে আসি। হেডফোন লাগিয়ে গান ছেড়ে দিলাম-
…আমি ঐ নয়নে নয়ন দিয়ে
আর তো ফিরব না
না না যেতে দেব না
তোমায় হৃদ মাঝারে রাখব
ছেড়ে দেবো না
তোমায় হৃদয়ে রাখব
ছেড়ে দেবো না…
ভালোবাসা বুঝি না, তবু শালার বুকের ভিতরটা হু হু করে ওঠে কেন!