চন্দ্রবদন মুখখানি ওই
আকাশ জুড়ে জোসনা নামায়
মিষ্টি কোমল হাতছানিতে
তুমি যেন ডাকছ আমায়
এক দৃষ্টিতে তাকিয়ে থাকি
তুমি আঁড়ে আঁড়ে
ভুল হয়ে যায় তোমার প্রেমে
পড়ি বারে বারে
ভুল মানুষকে ভালোবাসা
ভুল মানুষের প্রেম
কষ্টে প্রাণ নষ্ট জীবন
বলতে বড়ই সেইম
তার চেয়ে বড় লজ্জা
নাই কোন কাজ-কাম
উল্টাপাল্টা ছন্দ মিলাই
আমি বুইড়া ভাম