এইসব পাথরপ্রবর আমি রাখব কোথায়, পরিসর ছোট হয়ে যদি আসে দিন দিন নিখিল বুকের, এইসব ক্ষতের বেদনা আমি ঘুচাব কেমনে, পাঁজরবাঁশিতে যদি বেজে চলে নিত্য হাহারব
নবীনা ইচ্ছেরা যেন ডুবিগাঁও, ভাসা– তার মেঠোপথ, উতলা বনের শিস, চতুষ্পাঠী বেলা
বগ্রহপুঞ্জে ক্রমে জাগিতেছে যতিবন, অবদমনের ঢের জলা