যাপনের যৎপরোনাস্তি ক্লেদ, আত্মহননেচ্ছার প্রখর যৌক্তিকতা, উত্থিত লিঙ্গের নীরব ক্রন্দন ও বিরল প্রাণীদের বিচিত্র কেশপাশ থেকে বেরিয়ে আসা গন্ধোৎফুল্ল বাতাসে বিলি কেটে, একটি আমূল ভরা চুলঅব্দি টইটই, না-সফল না-ব্যর্থ জীবনের গল্পের ভেতর দিয়ে, মাত্র সোয়া চারশ’ মাস দীর্ঘ একটি ভ্রমণ শেষে, চেয়ারে বসেই আমি হাঁপাচ্ছি দারুণ
জীবনে যত হেসেছি-কুঁদেছি তার অধিকাংশকেই আজ মনে হচ্ছে খুব অশ্লীল, মনে হচ্ছে শ্লীল ছিল না স্ত্রীর সাথে করা অনেকানেক বৈধ সঙ্গমক্রিয়াও
এরই মধ্যে আমি জেনে গেছি তুলনার অর্থহীনতা এবং অকপটতার সৌন্দর্য বিষয়ে কোনো সংশয় থাকা একদম ঠিক নয়– জেনেছি যে ভান যত সফিসটিকেটেড আর্তিই হোক তাকে ঘেন্না করা ভালো, আর ত্রিশোত্তরে নিজ আচরণে বড়োসড়ো কোনো চেঞ্জ রপ্তকরণ-চেষ্টার চেয়ে ভুলকর্ম দ্বিতীয়টি নেই
এই সবই সতর্ক অর্জন, সবই এর কুড়িয়ে পেয়েছি আমি জীবনের পথে, তাকিয়ে সিংহাবলোকনন্যায় জাগতিক জেনে গেছি আরো বহু কিছু, পৃথিবীতে মন্দির-মসজিদ-গির্জা-প্যাগোডা যত, সমুদয় বিলোপ করে সাজানো গেলে সেথা ফুলের বাগান, নিত্য হানাহানি ঢের কমে যেতে পারে বলে মনে হয়