• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

ছন্দপতন

November 30, 2007 by santwana

পদ্য লেখা শেখাব আজ, বানিয়ে লেখ ছড়া,
ছেলেরা সব দেখাও খাতা ছন্দে ছন্দে ভরা ।
দেখি টোটন কি লিখেছ- আরে, এ আবার কি !
” অঙ্কস্যার ক্লাসে বসে কেবল মারেন ফাঁকি ”
মারব কোষে গাঁট্টা মাথায় , এই লিখেছ বসে !
তা নয়তো কি, ঠিক কিনা ভুল বলুন দখে এসে ।
এ্যালজ্যাবরা, জিওমেট্রি, ট্রিগনোমেট্রির গুঁতো ,
সেখান নাতো কিছুই ক্লাসে কেবল করেন ছুতো ।
ছুটির পরে স্যারের ঘরে ছেলেরা সব গিয়ে
শিখে আসে অঙ্ক কষা নগদ টাকা দিয়ে ।
পদ্য লেখা যায়না শেখা না থাকলে ঐ নেশা –
অঙ্ক ফাজিক্স, কেমিষ্ট্রিটা শিখতে স্কুলে আসা ।
অঙ্কস্যারকে বলুন ক্লাসে পড়াতে মন দিয়ে,
হেডস্যারকে দ্যাখান আমার এই কবিতা নিয়ে ।
পদ্য লিখে কি হবে স্যার শব্দেতে মিল করা !
অঙ্ক খাতায় ছন্দপতন কেবল ভুলে ভরা ।
আমাদের স্যার একটা দাবী অন্য কিছু নয়,
এবার থেকে স্কুলের পড়া ক্লাসেই যেন হয় ।

Category: ব্লগTag: কবিতা

About santwana

Previous Post:মিনিবাস
Next Post:ব্যাকরণ

eBangla.org