• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

ধিক্কার

December 2, 2007 by santwana

bloody.jpg

ধিক্ ধিক্ ধিক্কার ধিক্ এই সরকার
এখানে বাতাসে বারুদগন্ধ ঘাসে পরে ভাঙ্গা চুরি।
হলদি বক্ষে শিশুদেহ ভাসে মার বুকে পোঁতা ছুরি।
গুলি চলে গেছে বুক পিঠ চিরে রক্তে যে ভাসে যোনি ।
একি ভয়ানক শক্তি প্রকাশ কার এই শয়তানী ?ভীষণ দর্পে হেসে বলে বাবু – এরা তো বহিবাগত ,
জব্দ করেছি নষ্টামি যত, কে হে তুমি ঝার বাণী ?
রাজ্য আমার এরা সব প্রজা নীচু জাত চাষা-ভূষো
জমি ছাড়বেনা স্পর্ধা কতটা এস ভরে দেই ঠুসো।
দয়া করে আমি যতটুকু দেব খুশী থাক তাই নিয়ে ,
তা নয় ব্যাটারা লড়তে এসেছে মা-ছেলে-বউ নিয়ে ।
পুলিশ, কেডার, অস্ত্র-শস্ত্র সবই তো আমার কাছে ।
মাছির মতন টিপে মেরে দেখি এদেরও রক্ত আছে।
সেই রক্তের জন্য তোমার এতটা চোখের জল ?

বাবু তুমি বুঝা পিশাচ-শিদ্ধ যেতে চাও রসাতল !
নরককুন্ড ঢেকে রাখ যেই লাল শালুখানা দিয়ে ,
যেদিন পুড়বে পতাকা তোমার তোমাকেও সাথে নিয়ে-
চোখের জলের দ্যাখা কোনো আর পাবেনা সেদিন তুমি ।
বুদ্ধি থাকেতো সময় থাকতে ছাড় এই শয়তানী ।

Category: ব্লগTag: কবিতা, নন্দীগ্রাম

About santwana

Previous Post:নতুন সূর্য্য
Next Post:রমজান

eBangla.org